Pages

Monday, December 9, 2013

Midlife Dilemma

সব দামাল ছেলেই কি একটা সময় শান্ত হয়ে যায়? আগের মতন দেয়াল বেয়ে উঠতে পারি কই? এই সেদিন মেট্রো স্টেশন থেকে বেরোবার সময় লম্বা সিড়ির দিকে তাকিয়ে যে মানসিক ক্লান্তিটা টের পেলাম, কই, তেমন তো আগে পেতাম না? এই ১০ টাকার চমচম মার্কা শরীর নিয়ে যদি ডাকাত তাড়া করতে হয়, গোয়েন্দা পোয়াবারোর এক পোয়া শক্তিও অবশিষ্ট থাকবেনা। নাহ, ব্যায়ামবীর হয়ে রোজ বারবেল, ডাম্বেল ভাঁজতে হবে।

নিজের নামের আগে একটা পালোয়ান উপাধি না বসালেই নয়।

মাকড়-মুনি

আজ সকালে একটা অদ্ভূত জিনিস লক্ষ্য করলাম, আমার জানলার পাশে একটা মস্ত জল মাকড়সা বেশ মুনি-ঋষি সুলভ গাম্ভীর্য্য নিয়ে বসে আছে। এ যদি দশ বছর আগের আমি হতাম, নিশ্চিত বেচারীকে ঝাঁটা দিয়ে ওপর থেকে ফেলে দিতাম, কিন্তু কেন ফেলবো? আমি ফেলবার কে? আমি মারবার কে?

মাকড়সাটা বোধকরি আমাকেই দেখছিল, নাকি আমার ভাবনা পড়ছিল? দেখি একটা ছোট্ট পা আশির্বাদ করার ভঙ্গিতে তুলে আমাকে কিছুক্ষণ দেখালো তারপর দুলকি চালে হেঁটে হেঁটে পাশের বাড়ির কার্নিশের ওধারে উধাও হয়ে গেল।

যাই এবার বাকি কাজগুলো সেরে নিই।

Friday, December 6, 2013

হা-রে-রে-রে-রে-রে - আমায় মারবে লোকে যে রে

আমি হলুম গিয়ে জাতে গোয়েন্দা, তালে পাগল। শৌখিন মুহুর্তে দাড়িওলা রামছাগল-ও বটে।

ছাত্র জীবনের বেশির ভাগ সময়টাই কেটেছে ইংলিশ শিখে, লিখে, আর বলে, কিন্তু ভেবে দেখলাম বাংলাটা মরে যাচ্ছে আর তার অকাল মৃত্যুর জন্যে আমার মতন শৌখিন ছাগলরাই দায়ী।

এমন ক্ষণজন্মা, বৈদেশিক আগাছা হয়ে সারা জীবন কাটাব ভাবতে ভাবতে কেমন রোখ চেপে গেল। ইংলিশ বড় ভালো ভাষা, ওর প্রতি আমার ভালবাসা চিরকালীন, কিন্তু তাই বলে নিজের শিকড়গুলো উপড়ে ফেলে ভ্রাম্যমান তোতা পাখি হয়ে বুলি আওড়ে যাব? না যাবনা!