আজ সকালে একটা অদ্ভূত জিনিস লক্ষ্য করলাম, আমার জানলার পাশে একটা মস্ত জল মাকড়সা বেশ মুনি-ঋষি সুলভ গাম্ভীর্য্য নিয়ে বসে আছে। এ যদি দশ বছর আগের আমি হতাম, নিশ্চিত বেচারীকে ঝাঁটা দিয়ে ওপর থেকে ফেলে দিতাম, কিন্তু কেন ফেলবো? আমি ফেলবার কে? আমি মারবার কে?
মাকড়সাটা বোধকরি আমাকেই দেখছিল, নাকি আমার ভাবনা পড়ছিল? দেখি একটা ছোট্ট পা আশির্বাদ করার ভঙ্গিতে তুলে আমাকে কিছুক্ষণ দেখালো তারপর দুলকি চালে হেঁটে হেঁটে পাশের বাড়ির কার্নিশের ওধারে উধাও হয়ে গেল।
মাকড়সাটা বোধকরি আমাকেই দেখছিল, নাকি আমার ভাবনা পড়ছিল? দেখি একটা ছোট্ট পা আশির্বাদ করার ভঙ্গিতে তুলে আমাকে কিছুক্ষণ দেখালো তারপর দুলকি চালে হেঁটে হেঁটে পাশের বাড়ির কার্নিশের ওধারে উধাও হয়ে গেল।
যাই এবার বাকি কাজগুলো সেরে নিই।
No comments:
Post a Comment