একটা ব্যাং, জনা চারেক ফড়িং, দুটো রাম ছাগল, একটা গুলি সুতোর গোলা, কয়েকটা ভাঙা পেন্সিল, একটা কাঠের বাড়ি, একটা পায়া ভাঙা নড়বড়ে কাঠের টেবিল, একটা ঘসা কাঁচওলা দূরবীন আর মস্ত একটা কাঁটা বিহীন, পেন্ডুলামওলা গ্র্যান্ড ফাদার ক্লক।
কতদিন পর আজ নিজেকে নিয়ে লিখলাম। সত্যি কি লিখলাম? এতো ছবি ফোটালাম। এই আমার দোষ, যাই লিখতে, ফেলি এঁকে। যাক গে, আমার জামার একটা বোতাম রাম ছাগলটা খেয়ে ফেলেছে, ভারী মুশকিল হলো।
কতদিন পর আজ নিজেকে নিয়ে লিখলাম। সত্যি কি লিখলাম? এতো ছবি ফোটালাম। এই আমার দোষ, যাই লিখতে, ফেলি এঁকে। যাক গে, আমার জামার একটা বোতাম রাম ছাগলটা খেয়ে ফেলেছে, ভারী মুশকিল হলো।
No comments:
Post a Comment