Pages

Saturday, October 15, 2016

আর্থ কলিং মুন রকেট!

দুঁদে গোয়েন্দা পোয়াবারো, অন্ধকার জগতের ত্রাস, লালবাজারের গোয়েন্দা দপ্তর যাকে ছাড়া অচল, স্কটল্যান্ড ইয়ার্ড যাকে ডেকে ডেকে হন্যে, সে দুপুরে খাবার খেয়ে ভাত ঘুম দিচ্ছে শোনার পর থেকে চৈনিক দস্যু দৃঘাংচু অস্বাভাবিক রকমের হাসাহাসি শুরু করেছে, ভাবখানা এই যেন ভাত ঘুম দিলে গোয়েন্দা হওয়া যায় না। যত দোষ আমার অত্যাধুনিক কলিং বেলটার। আমি কি করছি না করছি সব তার বাইরের লোককে জানানো চাই। সেদিন বালতির জলে সাবান মাখিয়ে পৈতেটা ভিজিয়েছি, রামছাগলটা থেকে থেকেই আনমনা হয়ে সেটা চিবোয় আর তার মুখের লালা মাখা পৈতে থেকে উৎকট গন্ধ বেরোয়। এমন সময় কলিং বেল বাজলো আর আমি দরজা খুলবোনা ভেবে গর্বের সঙ্গে তিনি সঙ্গে ঘোষণা করলেন, "বাবু ছাগলে-খাওয়া পৈতে ধুচ্ছেন, বিকেলে আসবেন।" ব্যাস পেট চেপে হাসতে হাসতে সেলসম্যানের পলায়ন।

ওটা লাগানোর উদ্দেশ্যটা মাঠে মারা গেল।

আজ দুপুরে কিঞ্চিৎ ভালো-মন্দ খেয়ে ফেলেছিলাম বলে চোখটা অসময়ে জড়িয়ে এসেছিলো। অতঃপর পৌরসভার মশার ওষুধ দেওয়ার লোকের ছদ্মবেশে দৃঘাংচুর লোকের আগমন, ভালোমানুষ সেজে কলিং বেল টেপা এবং আমার কলিং বেলের সদর্পে ঘোষণা, "বাবু গিলেকুটে হাঁ করে নাক ডাকছেন, দয়া করে বিকেলে আসুন!"

আজকেই ওটার নিকেশ করতে হবে।

No comments:

Post a Comment