আদুর বাদুড় চালতা বাদুড়,
কলা বাদুড়ের বে...
টোপর মাথায় দে।
দেখতে যাবে কে?
চামচিকেতে বাজনা বাজায়,
খ্যাংরা কাঠি দে।
আপাতত এই ছড়াটার ভেতরেই লুকিয়ে আছে কয়েক হাজার মেগাটন পারমাণবিক বোমা নিষ্ক্রিয় করার গুপ্ত সংকেত। গত দু-রাত দু চোখের পাতা এক করিনি। মস্কো থেকে টরে-টক্কায় জানতে পারলাম সোভিয়েত ইউরেনিয়াম ভান্ডার লুঠ করার চক্রান্ত চলছে, কোনো জঙ্গি রাষ্ট্রের হাতে গেলে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হওয়া কেবল সময়ের অপেক্ষা। রক্তবীজের বংশধর, ধর্মযুদ্ধ চলছে। শরতের আকাশে উড়ছে ঝাঁকে ঝাঁকে রুশ বোমারু বিমান, এক অদৃশ্য অঙ্গুলীর ইশারায় জ্যা মুক্ত বাণের মতন আকাশ চিরে নিখুঁত লক্ষ্যে আঘাত হানবে নিশানায়, সকালে গোপন বৈঠক হয়ে গেল পাঁচ মিত্র শক্তির প্রতিরক্ষা মন্ত্রকের সাথে। তাদের ঠেকিয়ে রেখেছি মাত্র। আজ সন্ধের আগে ছড়াটার একটা নিষ্পত্তি করতে না পারলে রাতের অন্ধকারে মার্কিন যুদ্ধ জাহাজ দক্ষিণ চীন উপসাগরে চীনা বন্দর লক্ষ্য করে গোলা বর্ষণ শুরু করবে।
হে ঈশ্বর!
কবিতাটা এতবার আওড়েছি, দেওয়ালে টিকটিকিগুলো পর্যন্ত ঘুমিয়ে পড়লো। ওদের নাক ডাকা ধরার একটা যন্ত্র বানাতে হবে।
No comments:
Post a Comment