Pages

Monday, October 17, 2016

লর্ডসের ব্যালকনি

আগেরবার গোহারা হেরেছি। অন্তিম মুহূর্তে প্রলোভনের ফাঁদে পা দিয়ে সরে এসেছি নিজের অভীষ্ট থেকে, এবারও সেই একই পরীক্ষা, ফাঁকি দেওয়ার সুযোগ আরো বেশি। কিন্তু বাধ সেধেছি স্বয়ং আমিই, এখন মরণপণ পাঞ্জা লড়ছি নিজের লোভের সাথে, ফলাফলের ওপর নির্ভর করে আছে আমার তিলতিল করে বেড়ে ওঠা, ভালো থাকা, মানুষ হওয়া, সর্বোপরি নিজের চোখে মাথা তুলে বাঁচা। ব্যর্থ হলে? ফলাফল ভয়ংকর। ফিরে আসার মতন সামর্থ্য থাকবে না। একটা লোক কতবার come back করতে পারে? সৌরভকেও তো একটা সময় বাধ্য হয়ে অবসর গ্রহণ করতে হয়েছিল। দাঁতে দাঁত চেপে লড়াই, আমার বিরুদ্ধে স্বয়ং আমিই।

হে ঈশ্বর, ননীদা যেন নট আউট থাকে।

No comments:

Post a Comment