কাল রাতে অসিমোলাস টেনাইফেলাম ইন্ডিকার দুটো বড়ি বালতির জলে ফেলে দিতেই জলটার রংটা বদলাতে বদলাতে কেমন রামধনুর মতন হয়ে গেলো নিমেষে। শেষে কিছুক্ষন ইতস্তত করে ডান হাতটা চোবালাম বালতির জলে, কেমন একটা শিরশিরে অনুভূতি, যেন কেউ হাজার হাজার আলপিন দিয়ে খোঁচা দিচ্ছে আলতো করে। জল থেকে হাত তুলে সোল্লাসে যে চিৎকারটা করেছি, তারপর থেকে রামছাগলটা কিছু মুখে তুলছেনা, বোধয় একটা মাইল্ড শক পেয়েছে। আমার ডান হাতটা তরল জেলির মতন স্বচ্ছ হয়ে গেছে, এপার ওপর দিব্যি দেখা যাচ্ছে।
মোটের ওপর, আমার ছদ্মবেশে থাকার মোক্ষম অস্ত্র তৈরী।
মোটের ওপর, আমার ছদ্মবেশে থাকার মোক্ষম অস্ত্র তৈরী।
No comments:
Post a Comment