আগডুম বাগডুম ঘোড়াডুম সাজে।
"সাজে তো সাজে বেশ করে, তাতে তোর দরকারটা কি শয়তান?"
এই নিয়েই সাত সকালে মাছের বাজারে হলধর সাঁপুই-এর সঙ্গে তুলকালাম বাঁধালো মেছো ঘোষাল। সেকি ঘন ঘন হুংকার আর মারণ আর্তনাদ, মেছো রক্তজল করা চোখে, গোটা কয়েক রুই-কাতলা মাড়িয়ে, আঁশবটি তুলেই ফেলেছিলো প্রায়। শেষ মুহূর্তে পাশ থেকে চিংড়ি-মন্টু তিতিবিরক্ত হয়ে বাছাবাছা কয়েকটা শ্রুতিমধুর শব্দ প্রয়োগ করায় থমকে যায়, নইলে নির্ঘাত আজ একটা রক্তারক্তি কান্ড হতো বাজারে।
হলধর সাঁপুই আমাদের কালীচরণ উচ্চ বিদ্যালয়ের বাংলার স্যার। দোষের মধ্যে হলধর মেছোর দোকানে পার্শে মাছ কিনতে এসে এই ছেলে ভুলোনো ছড়াটা মনে মনে আওড়েছে, ব্যাস! পরে বিস্তর অনুসন্ধান করে জানলাম, মেছোর তিন মেয়ে, তাদের নাম আগডুম বাগডুম এবং ঘোড়াডুম! অতএব মেছো হলধরের মুখে নিজের মেয়েদের নামে কবিতা শুনে...
No comments:
Post a Comment