Pages

Monday, December 9, 2013

Midlife Dilemma

সব দামাল ছেলেই কি একটা সময় শান্ত হয়ে যায়? আগের মতন দেয়াল বেয়ে উঠতে পারি কই? এই সেদিন মেট্রো স্টেশন থেকে বেরোবার সময় লম্বা সিড়ির দিকে তাকিয়ে যে মানসিক ক্লান্তিটা টের পেলাম, কই, তেমন তো আগে পেতাম না? এই ১০ টাকার চমচম মার্কা শরীর নিয়ে যদি ডাকাত তাড়া করতে হয়, গোয়েন্দা পোয়াবারোর এক পোয়া শক্তিও অবশিষ্ট থাকবেনা। নাহ, ব্যায়ামবীর হয়ে রোজ বারবেল, ডাম্বেল ভাঁজতে হবে।

নিজের নামের আগে একটা পালোয়ান উপাধি না বসালেই নয়।

No comments:

Post a Comment