Pages

Friday, September 9, 2016

মেঘমুলুকের ঝাপসা রাতে

অজ্ঞাতবাস থেকে স্বমূর্তি ধারণ করে বেরিয়ে এলাম। নাটকীয় প্রত্যাবর্তন। স্পষ্ট শুনতে পাচ্ছি গায়ে কাঁটা দেওয়া জগঝম্প বাজনা, শত্রুর চোখে ধুলো দিয়ে, মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে গোয়েন্দা পোয়াবারো রাতের অন্ধকারে আলোর সামনে ছায়ামূর্তি হয়ে দাঁড়িয়ে জানান দিলো সে আছে, তার মৃত্যু নেই।

ওই দ্যাখো, রাম ছাগলটা ইতিমধ্যেই আহ্লাদে আমার দাড়িখানা চিবিয়ে ভিজিছে। যাকগে, অবলা প্রাণী। ক্ষমা করো, পোয়াবারো। ক্ষমাই পরম ধর্ম।

No comments:

Post a Comment