Pages

Friday, September 9, 2016

ঢুলী গেল সে-ই কমলাফুলি

আদর্শের সঙ্গে আপস করা যায় না। একদিন যদি বাস্তবের তপ্ত, ফুটিফাটা মাটিতে আছড়ে পরে নির্মম উপলব্ধি হয় যে আদর্শ নিয়ে সারা জীবন কাটিয়ে দিলাম তা ভুল, অকারণেই দৌড়েছি মরীচিকার পেছনে, তবেও আপস নয়।

সেদিন বাজার করতে গিয়ে দেখি আপস জিনিষটা বাজারে ভারী সস্তায় বিকোয়, একেবারে বস্তা বস্তা, জলের দরে। কিন্তু গৌরহরি, তুমি হবে হিরো। আর বাকি যারা, দেয় ফাঁকি তারা, সব পাবে zero।

No comments:

Post a Comment