কাল রাতে তেনারা এসেছিলেন। রাতের খাবার কিঞ্চিৎ গুরুপাক হয়ে গেছিলো, তাই তাড়াতাড়ি শোওয়ার তোড়জোড় করছিলাম। ঘরের আলো নেভাতেই বাঁ-দিকে ফুলকি, তারপরে ডান-দিকে, পরমুহূর্তে নাকের ডগায়। ভারী আহ্লাদ হলো, ল্যাজ নেড়ে গদগদ হয়ে জিজ্ঞেস করবো ভাবলাম, "মেসোমশাই, শরীর-টরীর সব ভালো আছে তো?" আনন্দের আতিশয্যে মুখ থেকে কথাই বেরোলো না। এই মুখচোরা স্বভাব আমাকে ভারী ভালোবাসে, দরকারে অ-দরকারে ঠিক এসে হাজির।
তবে কাল রাতের ঘুমটা একদম ফাসক্লাস হয়েসে, ডাকাত তাড়া করার পরের অবসাদটা অনেকটাই উধাও।
তবে কাল রাতের ঘুমটা একদম ফাসক্লাস হয়েসে, ডাকাত তাড়া করার পরের অবসাদটা অনেকটাই উধাও।
No comments:
Post a Comment