আমি হলুম গিয়ে জাতে গোয়েন্দা, তালে পাগল। শৌখিন মুহুর্তে দাড়িওলা রামছাগল-ও বটে।
ছাত্র জীবনের বেশির ভাগ সময়টাই কেটেছে ইংলিশ শিখে, লিখে, আর বলে, কিন্তু ভেবে দেখলাম বাংলাটা মরে যাচ্ছে আর তার অকাল মৃত্যুর জন্যে আমার মতন শৌখিন ছাগলরাই দায়ী।
এমন ক্ষণজন্মা, বৈদেশিক আগাছা হয়ে সারা জীবন কাটাব ভাবতে ভাবতে কেমন রোখ চেপে গেল। ইংলিশ বড় ভালো ভাষা, ওর প্রতি আমার ভালবাসা চিরকালীন, কিন্তু তাই বলে নিজের শিকড়গুলো উপড়ে ফেলে ভ্রাম্যমান তোতা পাখি হয়ে বুলি আওড়ে যাব? না যাবনা!
No comments:
Post a Comment