Pages

Friday, September 16, 2016

হুঁক্কা হুয়া, অক্কা পেলো

আরেকটু হলেই হুঁক্কা হুয়া, অক্কা পেলো হয়ে যেত। জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়ে টের পেলাম অসহায়বোধ মানুষকে কতখানি পরনির্ভর করে তুলতে পারে। আজিকে এই পরাণের মাঝখানে, কত হেমন্ত কত বসন্ত এসেছে মামুর আহ্বানে।

নিছক প্রলাপ নাকি ঘোরতর চক্রান্ত? এর মাঝে হলো কি, মামা তার মোলো কি? অথবা কি ঠ্যাং গেল মটকে? কাল রাত থেকে একটা চড়াই পাখি আমার কড়িকাঠে বাসা বেঁধেছে। সম্ভবত তারপর থেকেই আমার দেওয়াল ঘড়িটা আহ্লাদে ডগমগ, ক্রমাগত ঢং ঢং করে সময়ে অসময়ে পাড়ার কানকাটা ভুলো কুকুরটার মতন আনন্দ জানিয়ে চলেছে। যখন রাতে ঘুম আসেনা, চড়াইটা ভারী অপ্রস্তুত হয়ে জিজ্ঞেস করে, "কিঁচ?" মানে, তার জন্যে আমার কোনো অসুবিধে হচ্ছে কিনা। আমি কিছু বলার আগেই গ্র্যান্ডফাদার ক্লকটা প্রবল উৎসাহে মাথা নেড়ে ঢং ঢং করে। তারপর সারারাত চলে দ্বৈত সঙ্গীত, কিঁচ-ঢং-কিঁচ-কিঁচ-টং, টং-কিঁচ-কিঁচ-ঢং-কিঁচ-ঢং।

Friday, September 9, 2016

মিশিপাখা শিখিপাখা

কাল রাতে তেনারা এসেছিলেন। রাতের খাবার কিঞ্চিৎ গুরুপাক হয়ে গেছিলো, তাই তাড়াতাড়ি শোওয়ার তোড়জোড় করছিলাম ঘরের আলো নেভাতেই বাঁ-দিকে ফুলকি, তারপরে ডান-দিকে, পরমুহূর্তে নাকের ডগায়। ভারী আহ্লাদ হলো, ল্যাজ নেড়ে গদগদ হয়ে জিজ্ঞেস করবো ভাবলাম, "মেসোমশাই, শরীর-টরীর সব ভালো আছে তো?" আনন্দের আতিশয্যে মুখ থেকে কথাই বেরোলো না। এই মুখচোরা স্বভাব আমাকে ভারী ভালোবাসে, দরকারে অ-দরকারে ঠিক এসে হাজির।

তবে কাল রাতের ঘুমটা একদম ফাসক্লাস হয়েসে, ডাকাত তাড়া করার পরের অবসাদটা অনেকটাই উধাও।

ঢুলী গেল সে-ই কমলাফুলি

আদর্শের সঙ্গে আপস করা যায় না। একদিন যদি বাস্তবের তপ্ত, ফুটিফাটা মাটিতে আছড়ে পরে নির্মম উপলব্ধি হয় যে আদর্শ নিয়ে সারা জীবন কাটিয়ে দিলাম তা ভুল, অকারণেই দৌড়েছি মরীচিকার পেছনে, তবেও আপস নয়।

সেদিন বাজার করতে গিয়ে দেখি আপস জিনিষটা বাজারে ভারী সস্তায় বিকোয়, একেবারে বস্তা বস্তা, জলের দরে। কিন্তু গৌরহরি, তুমি হবে হিরো। আর বাকি যারা, দেয় ফাঁকি তারা, সব পাবে zero।

মেঘমুলুকের ঝাপসা রাতে

অজ্ঞাতবাস থেকে স্বমূর্তি ধারণ করে বেরিয়ে এলাম। নাটকীয় প্রত্যাবর্তন। স্পষ্ট শুনতে পাচ্ছি গায়ে কাঁটা দেওয়া জগঝম্প বাজনা, শত্রুর চোখে ধুলো দিয়ে, মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে গোয়েন্দা পোয়াবারো রাতের অন্ধকারে আলোর সামনে ছায়ামূর্তি হয়ে দাঁড়িয়ে জানান দিলো সে আছে, তার মৃত্যু নেই।

ওই দ্যাখো, রাম ছাগলটা ইতিমধ্যেই আহ্লাদে আমার দাড়িখানা চিবিয়ে ভিজিছে। যাকগে, অবলা প্রাণী। ক্ষমা করো, পোয়াবারো। ক্ষমাই পরম ধর্ম।